ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা প্রতিরোধে সমাবেশ-জাতীয় সঙ্গীত শ্রেণিকক্ষেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
করোনা প্রতিরোধে সমাবেশ-জাতীয় সঙ্গীত শ্রেণিকক্ষেই মাউশি

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে স্কুল-কলেজের প্রত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষে আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ নির্দেশনার সঙ্গে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান এখন আয়োজন না করতেও নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

এই ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন।

‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন সব অফিস ও শিক্ষা-প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো। '

এতে বলা হয়, ‘পুনরাদেশ না পাওয়া পর্যন্ত প্রাত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষগুলোতে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সঙ্গীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া শিক্ষা-প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান যেগুলোতে জনসমাগম হয়। সে অনুষ্ঠানগুলোর সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীত সময়ে আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাউশি। ’

গত ৮ মার্চ তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ইতালিফেরত ওই দুইজনের মধ্যে একজনের মধ্যে তৃতীয়জনের শরীরে করোনা ভাইরাস ছড়ায় বলে জানানো হয়।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের মত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ’

বৃহস্পতিবার (১২ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘তিনজনের মধ্যে দুইজনের অবস্থা ভালো। এই দুইজনকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।