ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে স্পেন ফেরত নারী কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
রাঙামাটিতে স্পেন ফেরত নারী কোয়ারেন্টাইনে

রাঙামাটি: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে রাঙামাটি জেলা শহরে বিদেশ থেকে আসা প্রবাসী এক নারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ স্পেনের বার্সালোনা থেকে রাঙামাটিতে ফেরেন এক প্রবাসী নারী।

এরপর ওই প্রবাসী আসার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে ছুটে যান এবং তাকে তার নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়।

করোনার প্রাদুর্ভাব আক্রান্ত দেশগুলো থেকে আসা প্রবাসীদের জরুরি ভিত্তিতে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বাংলানিউজকে জানান, এই প্রথম গত ১১ মার্চ স্পেনের বার্সালোনা থেকে রাঙামাটিতে ফিরে আসে এক প্রবাসী নারী। এরপর জেলা স্বাস্থ্য বিভাগ তার খোঁজ নিয়ে তার বাড়িতে ছুটে যান এবং তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

তিনি আরও জানান, যারা প্রবাস থেকে ফিরে আসবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে এবং তাদের ওপর পর্যবেক্ষণ চালানো হবে। যিনি প্রবাস থেকে এসেছেন তিনি সর্ম্পূন্ন সুস্থ। তাকে ১৪ দিন একা বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।