ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা: একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকরা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনা: একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকরা

রাবি: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মানবিক সহায়তার অংশ হিসেবে একদিনের বেতনের সমপরিমাণ টাকার ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন সমিতিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান।

তিনি বাংলানিউজকে বলেন, রাবিতে বর্তমানে প্রায় ১২শ’ জন শিক্ষক কর্মরত আছেন।

মানবিক সহায়তায় শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের মাধ্যমে চিঠি ইস্যু করেছি। ইতোমধ্যে অধিকাংশ শিক্ষক সাড়া দিয়েছেন। অন্যরাও আজ-কালের মধ্যে জানাবেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা এই টাকা বিশ্ববিদ্যালয় থেকে নেবো। পরে তা আগামী চার মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কেটে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।