সরকারি নির্দেশনা মোতাবেক সোমবার (০৪ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে গত ১৬ মার্চে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বশেফমুবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।
পরবর্তীতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় সরকারের নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের এ ছুটির সময়সীমা সর্বশেষ ০৫ মে পর্যন্ত বাড়ানো হয়। এবার ফের বেড়েছে সাধারণ ছুটি। এর পরিপ্রেক্ষিতে বশেফমুবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের মেয়াদ আবারও ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষিত থাকার পরামর্শ দিয়ে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবিলায় সবাই ঘরে অবস্থান করুন। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকেও নিরাপদে রাখুন।
একই সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচারসমূহ মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ০৪, ২০২০
আরআইএস