ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ডিজির পিএস শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
হাবিবুর রহমান বলেন, স্যার গত পরশু টেস্ট করিয়েছিলেন, আজ রিপোর্ট পজিটিভ এসেছে। ঈদের আগে তার সামান্য জ্বর ছিল, জ্বর থেকে তিনি সেরেও উঠেছিলেন। তবে সন্দেহ থাকায় টেস্ট করতে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার আপাতত অন্য কোনো জটিলতা নেই।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল-হোসেন ফেসবুকে লিখেছেন, আমাদের প্রিয় মহাপরিচালক মো. ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এমআইএইচ/ওএইচ/