ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে শিক্ষামেলা শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

ময়মনসিংহ : ‘জাতির জন্য অহঙ্কার, শতভাগ ভর্তির হার’-স্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিক্ষামেলা।

শনিবার দুপুরে শহরের নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মাহবুব আলম তালুকদার।



এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিটিআই সুপার আলী রেজা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেছ, তাহমিনা খাতুন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, ফুলবাড়ীয়ার মোস্তাফিজুর রহমান, মুক্তাগাছার রোকন-উজ-জামান, গফরগাঁয়ের মাহবুব আলম, ধোবাউড়ার শফিকুল ইসলাম, ফুলপুরের ফজলুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ প্রমুখ।

মেলায় ১২ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরবিশেন করেন।

বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।