ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘অটোপাস’ পুনর্বিবেচনা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
‘অটোপাস’ পুনর্বিবেচনা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় ‘অটোপাস’ পুনর্বিবেচনা এবং দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ফোরামের ঢাকা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জেএসসির ফল মূল্যায়িত হয় না। অনেক শিক্ষার্থীই এসএসসির ফলের চেয়ে এইচএসসিতে ভালো করে। কিন্তু এখন বৈষম্য হবে। কারণ, ভালো শিক্ষার্থীরা এ জন্য সমস্যায় পড়বে। দেখা গেছে, করোনার কারণে অনেক শিক্ষার্থী তেমন পড়াশোনা করেনি। কিন্তু যাদের লক্ষ্য অটুট ছিল, তারা ঠিকই পড়াশোনা করেছে। আবার এসএসসিতে ভালো জিপিএ পাওয়া অনেক শিক্ষার্থীই এইচএসিতে ভালো জিপিএ পায় না। প্রকৃত মেধাবীরাই এইচএসসিতে ভালো জিপিএ পেয়ে থাকে। খারাপ ছাত্রছাত্রীরাও এখন গড়ে ভালো জিপিএ পেয়ে যাবে। তাই এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার আহ্বান জানাই আমরা।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গৃহবন্দী থাকায় শিক্ষার্থীরা নানারকম মানসিক হতাশায় ভুগছে। এই অবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া আবশ্যক।

মানববন্ধনে সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক অধ্যাপক নাসির উদ্দিন খান, উত্তরের আহ্বায়ক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।