ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৩শ’ শিক্ষার্থী পেল ইবিএল-ডুয়া বৃত্তি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭২ বিভাগের তিনশ’ মেধাবী শিক্ষার্থীকে ইবিএল-ডুয়া বৃত্তি দেওয়া হয়েছে।

সোমবার ঢাবির এলামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৪র্থ ইবিএল-ডুয়া বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।



ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি দেন।

এ সময় অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, ‘শিক্ষার উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সবার আগে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। ’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডুয়ার সাধারণ সম্পাদক রকিবউদ্দীন আহমেদ, বৃত্তি কর্মসূচির পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।