ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ফারসি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক বাহাউদ্দিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
ঢাবির ফারসি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক বাহাউদ্দিন অধ্যাপক বাহাউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।  

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটের ৪৩(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।  

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে কলা অনুষদের ৬টি বিভাগের অন্যতম ছিল ফারসি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সঙ্গে এ বিভাগ ওতপ্রোতভাবে জড়িত।

নবনিযুক্ত চেয়ারম্যান ড. বাহাউদ্দিন বলেন, বাঙালির প্রাণের এই বিশ্ববিদ্যালয় যখন তার প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করছে, সেই শুভলগ্নে শতবর্ষী ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এক অভূতপূর্ব গৌরবের বিষয়। জ্ঞানের বিকাশ, মেধার উৎকর্ষতা, মননশীল চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল গবেষণাকর্মের মাধ্যমে শতবর্ষী এ বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের সামষ্টিক লক্ষ।  

প্রফেসর বাহাউদ্দিন দেশের একজন বিশিষ্ট লেখক ও গবেষক। সমসাময়িক বিষয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে তিনি বেশ সুনাম ও পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ছাব্বিশ, দেশি-বিদেশি জার্নালে বাংলা, ফারসি ও ইংরেজি ভাষায় প্রকাশিত অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ ও জাতীয় দৈনিকে তিনশোর অধিক কলাম রয়েছে। বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।