ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মাভৈঃ এর আবৃত্তি উৎসব শুরু শনিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
শাবিপ্রবিতে মাভৈঃ এর আবৃত্তি উৎসব শুরু শনিবার

শাবিপ্রবি (সিলেট): ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) অনলাইনে ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসবের শুরু করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ।  

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন এ উৎসবের আহ্বায়ক রাজর্ষি ভট্টাচার্য।



তিনি জানান, করোনার জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে। মাভৈঃ এর ৩ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ আয়োজন ‘মাভৈঃ ২২ বছরপূর্তি ও আবৃত্তি উৎসব-২০’ অনলাইনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শনিবার শুরু হয়ে আগামী সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত চলবে। এটি মাভৈঃ এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি আরও জানান, তিন দিনের এ আয়োজনের প্রথম দিন (১৪ নভেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত হবে আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের পরিবেশনা। এতে অংশ নেবেন  বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্, উপদেষ্টা মীর বরকত কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব সুমন এবং সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মনির হোসেন। তাছাড়া ভারতের আগরতলা অঙ্গরাজ্যের কবি ও বাচিক শিল্পী কাকলি গাঙ্গুলি ।

দ্বিতীয় দিন (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা অনুষ্ঠিত হবে মাভৈঃ এর বর্তমান ও সাবেক সদস্যদের পরিবেশনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন মাভৈঃ এর উপদেষ্টা ও পলিটিকাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন স্বাতী এবং ইংরেজী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়।

অনুষ্ঠানের শেষদিন (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয় ভিত্তিক আবৃত্তি-সংগঠনের পরিবেশনা। এতে  অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘স্বনন’,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ওংকার শৃণুতা’- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র’, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ-আবৃত্তি সংগঠন’।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।