ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শীতকালীন ছুটিতেও রিটেক-মানোন্নয়ন পরীক্ষা নেবে ইবি

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
শীতকালীন ছুটিতেও রিটেক-মানোন্নয়ন পরীক্ষা নেবে ইবি

ইবি: শীতকালীন ছুটি উপলক্ষে আগামীকাল (২৪ ডিসেম্বর) থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক কার্যক্রম। তবে এ ছুটির ভেতরেও করোনার কারণে আটকে থাকা বিভিন্ন বিভাগের রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা চালিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, শীতকালীন ছুটির ভেতরে ইংরেজি বিভাগ রিটেক ও মানোন্নয়ন পরীক্ষার রুটিন করে পরীক্ষা নিতে আগ্রহী বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলি। উপাচার্য স্যার পরীক্ষা নেওয়ার মৌখিক অনুমতি দিয়েছেন। বন্ধের ভেতর অন্যন্য বিভাগগুলোও চাইলে রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নিতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।