ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হলে বাকি তিন বর্ষের শিক্ষার্থীরাও

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
হলে বাকি তিন বর্ষের শিক্ষার্থীরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোভিড পরিস্থিতির কারণে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  আবাসিক হল খুলে দেওয়া হয় গত ৫ অক্টোবর। রোববার (১০ অক্টোবর) শেষ ধাপে বাকি তিন বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।

এদিনও ঢাবি প্রশাসনের পক্ষ থেকে ফুল, মাস্ক চকলেট ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়মাবলী দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হচ্ছে। তবে, বিজয় একাত্তর হলে অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আগামী ১৭ তারিখ সিট বরাদ্দ দিয়ে তাদেরকে ওঠানোর কথা জানিয়েছে হল প্রশাসন।

এদিকে রোববার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহীদুল্লাহ হল ও রোকেয়া হল পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, কথিত গণরুম কোনোভাবেই কাম্য নয়। এই সঙ্কট নিরসনে হল প্রশাসনের যে বিশেষ উদ্যোগ রয়েছে তার পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলেরই সহযোগিতা করা খুবই জরুরি।

ভিসি আরও বলেন, এই উদ্যোগটি তখনই সফল হবে, যখন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টকহোল্ডারদের ইতিবাচক ভূমিকা থাকবে। তাহলে দীর্ঘদিনের এই সঙ্কট থেকে আমরা মুক্ত হতে পারব।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।