ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক একরামুল হামিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক একরামুল হামিদ বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।  
এ সময়ের মধ্যে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে। আগামী ২৩ অক্টোবর পছন্দ ও মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা অনুষদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২৫ অক্টোবর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

এ ছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) এর admission মেন্যু থেকে পাওয়া যাবে বলেও উল্লেখ করেন অধ্যাপক একরামুল হামিদ।

এর আগে গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

এই ইউনিটের (কৃষি ও বিজ্ঞান অনুষদ) অধীনে রয়েছে ১৬১২ টি আসন। এই ইউনিটের তিনটি গ্রুপ মিলিয়ে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।