ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিপ্রবিতে বি ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২৯ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
রাবিপ্রবিতে বি ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২৯ জন রাবিপ্রবিতে বি ইউনিটের পরীক্ষা

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ‘বি’ ইউনিটের জেনারেল সায়েন্স টেকনোলজি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০০ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৯ জন।

রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষগুলো পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

পরীক্ষার হলগুলো পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪ ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।