ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে গভীর রাতে শিক্ষার্থীদের মশাল মিছিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
শাবিপ্রবিতে গভীর রাতে শিক্ষার্থীদের মশাল মিছিল

শাবিপ্রবি (সিলেট): আন্দোলনের নবম দিনে গভীর রাত উপেক্ষা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ মিছিল বের করেন শিক্ষার্থী।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি বাস ভবনের সামনে জড়ো হয়। এতে এক দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মেতে উঠেন শিক্ষার্থীরা।

এদিকে ৩৩ ঘণ্টা পার হলেও অনশন ভঙ্গ করেনি ২৩ শিক্ষার্থী। এরই মধ্য ৬ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছেন। তবে রাত সাড়ে ১২ পর্যন্ত পর্যন্ত কেউ লিকুইড নেননি বলে জানা যায়।

মেডিক্যালে ভর্তি হওয়া অনশনরত  বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, আপনারা অনেকে ভাববেন যে, আমি মেডিক্যালে ভর্তি হয়ে এখানে অনশন ভেঙ্গে ফেলেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এ স্বৈরচারী ভিসি পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভাঙ্গবো না।

সর্বশেষ শিক্ষার্থীরা রাতে ভিসির পদত্যাগে মশাল মিছিল বের করেন। এতে হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।