ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://admission.bdu.ac.bd) মেধা তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি উপাচার্যের কাছে ফলাফল হস্তান্তর করেন।

শহীদুল ইসলাম জানান, ভর্তিচ্ছু আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন। এছাড়া আবেদনকারীদের ভর্তি আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে প্রথম মেধা তালিকার ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীরা ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://admission.bdu.ac.bd) তাদের GST ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পিন নম্বরের মাধ্যমে লগইন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে ও অনলাইন ভর্তি ফরমের বিষয় মাইগ্রেশন ফিল্ডে বিষয় মাইগ্রেশন অন/অফ বাটনে ক্লিক করে মাইগ্রেশন চাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এছাড়া প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে সব প্রকার দলিলাদি জমা দিয়ে এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত পেমেন্ট গেটওয়ে (এসএসএল কমার্জ এবং ডিবিবিএল রকেট অ্যাপ) এর মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) শ্রেণিতে দুটি অনুষদ ও বিভাগের অধীনে দুটি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে দেশের প্রথম এ ডিজিটাল বিশ্ববিদ্যালয়।

ভর্তি কমিটির সভায় উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর বলেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তিতে এবার আমরা সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষা ও প্রার্থীদের এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে আমরা প্রথম মেধা তালিকা প্রকাশ করেছি। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে আরও মেধা তালিকা প্রকাশ করা হবে।

উপাচার্য বলেন, তরুণদের নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দানের স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তরুণদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদে পরিণত করে বাংলাদেশকে টেকসই ও পরিকল্পিত উন্নয়নের দিকে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কন্যা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।