ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকি কমিটিগুলোও দ্রুত দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর: জয়

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
বাকি কমিটিগুলোও দ্রুত দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর: জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের যেসব ইউনিটে কমিটি দেওয়া বাকি আছে তা দ্রুত সময়ের মধ্যে দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন জয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রী ভিডিও কলে এ নির্দেশনা দেন। এ সময় যুক্ত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ বিষয়ে আল নাহিয়ান খান জয় বাংলানিউজকে বলেন, তিনি আমাদের কাজ করে যেতে বলেছেন। যেসব জেলাগুলোতে এখনো কমিটি হয়নি সেগুলো দ্রুত সময়ের মধ্যে দিতে বলেছেন।  প্রধানমন্ত্রী আমাদেরকে করোনা মহামারির সময় শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশনাও দিয়েছেন।  

হল কমিটির ব্যাপারে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ইউনিট৷ এজন্য আমরা গুরুত্ব দিয়েই যোগ্যদের কমিটিতে স্থান দিয়েছি।

ঢাবি ছাত্রলীগের হল শাখার সভাপতি-সম্পাদক ঘোষণা

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসকেবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।