ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থিত চায়ের দোকানগুলোতে রিকশা পেইন্টের মাধ্যমে নান্দনিক ছোঁয়া দিয়েছে চারুকলার শিক্ষার্থীরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) এ কাজ শুরু করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হন তারা।
আয়োজনটি নিয়ে শিরীন আক্তার শিলা বলেন, রিকশা পেইন্ট আমার প্রিয় ঢাকা শহরেই গত শতকে গড়ে ওঠা এক নান্দনিক শিল্প মাধ্যম। বর্ণিল ও স্বতন্ত্র এই অপূর্ব অংকন শৈলি ইতোমধ্যে দেশে বিদেশে সমাদর লাভ করেছে। কিন্তু প্রযুক্তির দাপটে একই সঙ্গে তা হারিয়েও যাচ্ছে।
তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কিছু মাধ্যমে কাজ হলেও তা যথেষ্ট নয়। আমার প্রিয় শহর ঢাকার একান্ত নিজস্ব এই চিত্রশৈলি সংরক্ষণ এবং ঢাকা শহরের সড়ক আরও দৃষ্টিনন্দন করে তোলার মহৎ উদ্দেশ্য নিয়েই দ্বিতীয় অধ্যায়: চায়ের কাপে রিকশাচিত্র আমার ক্ষুদ্র প্রচেষ্টা।
টিএসসির চা বিক্রেতা রিয়াদ বলেন, রং করে দেওয়ার কারণে আমাদের দোকানগুলো দেখতে ভালো লাগছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসকেবি/জেএইচটি