ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
শাবিপ্রবি খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ

শাবিপ্রবি (সিলেট): অনিবার্য কারণে গত ১৬ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে দীর্ঘ ২৮ দিন পর রোববার (১৩ ফেব্রুয়ারি) খোলার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

দুপুরের দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

এ সময় তিনি বলেন, সকালে নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন উপাচার্য। রোববার সন্ধ্যার দিকে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। হয়তো বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজই সিদ্ধান্ত হবে, সভা শেষ হলে বিষয়টি জানা যাবে।

এদিকে, শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সম্মেলন করে শাবিপ্রবিতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সব দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম। পরে রোববার থেকে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।