ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু মার্চে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু মার্চে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মার্চ মাসে অনলাইনে বদলি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। ফেব্রুয়ারিতে হবে না। মার্চে শুরু করবো। বিভিন্ন কারণে পিছিয়ে গেছি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রয়েছে। অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করার জন্য বন্ধ রাখা হয়।

দীর্ঘ দিন বদলি প্রক্রিয়া শুরু না হওয়ায় বদলি হতে চাওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনলাইনে কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই বদলি প্রক্রিয়া শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।