ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিসি কলেজে সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
পিসি কলেজে সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাট: বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ২০০ টাকা সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পিসি কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

পরে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’র পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থীরা।  

নির্ধারিত দিনে কলেজে এসে ভর্তি হতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত ২০০ টাকা কর্তন করে ভর্তি কার্যক্রম চলমান রাখার ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুল আলম খান। পরে  আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থী ও ছাত্র নেতারা বলেন, শিক্ষার্থীদের না জানিয়ে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা, নৈশপ্রহরী ও কর্মচারী বাবদ নেওয়া ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা এবং পরিবহন বাবদ ১৫০ টাকা থেকে ২০০ টাকা বাড়িয়ে নতুন সেশন চার্জ ঘোষণা করে। করোনাকালে যেটা দেওয়া অনেক শিক্ষার্থীর পরিবারের জন্য কষ্টদায়ক। অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক এই ২০০ টাকা দিতে অস্বীকৃতিও জানিয়েছেন। এ জন্য আমরা আন্দোলন করেছি। অধ্যক্ষ ও কলেজ প্রশাসন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায়, আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী শরীফা আক্তার মুনিয়া বলেন, একটা নিম্ন মধ্যবিত্ত অভিভাবকের জন্য দুইশ টাকা অতিরিক্ত দেওয়া যে কত কষ্টকর এটা শুধু তারাই বোঝে। ভর্তিতে ২০০ টাকা কমায় আমাদের খুব ভালো হয়েছে। এজন্য ছাত্র নেতা ও অধ্যক্ষ স্যারকে আমরা ধন্যবাদ জানাই।

আবির আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, অতিরিক্ত এই ২০০ টাকা না নেওয়ার সিদ্ধান্তে আমাদের অনেক উপকার হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ৯৫০ শিক্ষার্থীর অভিভাবকদের ২০০ টাকা করে বেঁচে গেল।

বাগেরহাট সরকারি পিসি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এই তিন বিভাগে ৯৫০টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থী প্রতি ২৩২০ টাকা, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে ২২০০ টাকা করে নির্ধারণ করা হয়েছিল। এই টাকার মধ্যে নিরাপত্তা, নৈশপ্রহরী ও অত্যাবশ্যকীয় কর্মচারী বাবদ ৫০০ টাকা যা আগে ছিল ৩৫০ টাকা এবং পরিবহন বাবদ ২০০ টাকা যা আগে ১৫০ টাকা। এই দুই খাতের টাকা আগের পরিমাণে নেওয়ার জন্য আন্দোলন করে শিক্ষার্থীরা।

শিকার্থীদের আন্দোলন ও অতিরিক্ত সেশন চার্জের বিষয়ে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুল আলম খান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কলেজের পরিবহন ও অত্যাবশ্যকীয় কর্মচারী খাতে ফি বাড়ানো যাবে। সে অনুযায়ী এ বছর  পরিবহন খাতে ৫০ টাকা ও নিরাপত্তা, নৈশপ্রহরী, অত্যবশ্যকীয় কর্মচারী খাতে ১৫০ টাকা বাড়ানো হয়েছিল। এটা একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছিল।  যেহেতু শিক্ষার্থীরা এই অতিরিক্ত টাকার বিষয়ে প্রশ্ন তুলেছে, এজন্য আমরা অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী প্রতি ২ হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী প্রতি ২১২০ টাকা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।