ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ কলেজের খালি আসনে ভর্তির দাবিতে নীলক্ষেতে অবস্থান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ২, ২০২২
৭ কলেজের খালি আসনে ভর্তির দাবিতে নীলক্ষেতে অবস্থান ৭ কলেজের খালি আসনে ভর্তির দাবিতে নীলক্ষেতে অবস্থান।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের খালি আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বুধবার (২ মার্চ) দুপুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা।

পরবর্তীতে পুলিশ তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারীদের দাবি, বর্তমানে তিন হাজারের মতো আসন খালি রয়েছে। কিন্তু ভর্তি স্থগিত রাখা হয়েছে। দাবি মানা না হলে সামনে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।