ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাগুরায় মেধাবী ও অস্বচ্ছল ১১১ শিক্ষার্থী পেল আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২, ২০২২
মাগুরায় মেধাবী ও অস্বচ্ছল ১১১ শিক্ষার্থী পেল আর্থিক সহায়তা

মাগুরা: মাগুরায় মেধাবী ও অস্বচ্ছল ১১১ জন শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ।

বুধবার (০২ মার্চ) দুপুরে মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।

 

জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র হালদার, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী শহিদুল আলম ও প্যানেল চেয়ারম্যান অনিছুর রহমান খোকন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।