ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পুরো রমজান ছুটি রাখতে স্মারকলিপি দেবেন শিক্ষকরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
পুরো রমজান ছুটি রাখতে স্মারকলিপি দেবেন শিক্ষকরা ...

ঢাকা: ২০ রমজান পর্যন্ত পাঠদানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবকে স্মারকলিপি দেবেন শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মঙ্গলবার (২২ মার্চ) এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান মাসের পূর্বনির্ধারিত ছুটি বহাল রাখার জন্য বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা ও উপজেলা নেতারা এই আবেদন করবেন।

প্রত্যেক জেলা কমিটি নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রত্যেক উপজেলা কমিটি নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে আবেদন পাঠাবেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।