ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আসন ফাঁকা, তবুও ভর্তি নিচ্ছে না জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
আসন ফাঁকা, তবুও ভর্তি নিচ্ছে না জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার, ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিতে বিভিন্ন অনুষদের আসন শূন্য থাকা সত্ত্বেও ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ মার্চ ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখনও অনেক বিভাগে আসন শূন্য ছিল। সবমিলিয়ে বিভিন্ন অনুষদে প্রায় ৩০টি আসন শূন্য আছে। এর মধ্যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে সবচেয়ে বেশি আসন খালি আছে।

কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ায় এসব আসনে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তীরে এসে নৌকাডুবির মতো অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে হতাশা প্রকাশ করছেন। ভর্তির সুযোগ বঞ্চিত এসব শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে শূন্য আসনে নতুন করে ভর্তি প্রক্রিয়া কার্যকরের দাবি জানান। শূন্য আসনে ভর্তির জন্য বিভিন্ন অনুষদের ডিন বারাবর লিখিত আবেদন করেছেন তারা।

এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ‘যেহেতু ২০২০-২১ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়ে গেছে৷ এই মূহূর্তে প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব নয়। ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। ভর্তি পরিচালনা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে কোনো আসন শূন্য হলেও আর ভর্তি নেওয়া হবে না। ’

এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার বলেন, ‘অনুষদ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তবে আমাদের কিছু আসন খালি রয়েছে। আমরা শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির কাছে আবেদন করি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।