ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিক্যালের ভুয়া প্রশ্নপত্রসহ আটক ২

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
মেডিক্যালের ভুয়া প্রশ্নপত্রসহ আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়: মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন।

শুক্রবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিক্যাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আমরা খুবই সতর্ক আছি। হোয়াটসঅ্যাপসহ সবকিছু মনিটরিং করছি। ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর জন্য দুইজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আমরা আজকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখতে এলাম। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। মোট কেন্দ্র ১৯টি, ৫৭ টি ভেন্যু রয়েছে, সর্বমোট হল ১ হাজার ৭৯২। আমরা পরীক্ষা নিয়ে খুবেই সতর্ক রয়েছি। যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয় সেব গাড়িও আমরা ট্র্যাকিং করছি। কোথায় থামছে সেটাও দেখি।

পরীক্ষার প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আশা করছি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অভিভাবকদের বলবো করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব যেন মেনে চলেন।

 বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এসকেবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।