ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছুটি শুরু ২৪ এপ্রিল থেকে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
জাবিতে ছুটি শুরু ২৪ এপ্রিল থেকে

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন) অধ্যাপক নুরুল আলম এ তথ্য বাংলানিউজকে জানান।

এর আগে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নুরুল আলম।

অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হবে ২৪ এপ্রিল থেকে এবং যথারীতি ক্লাস চালু হবে ১৭ মে থেকে। এছাড়া অফিসগুলো খুলবে ১৫ মে থেকে। তবে এই ছুটি চলাকালীন সময়ে কোনো বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকলে স্ব স্ব বিভাগ চাইলে পরীক্ষা চলমান রাখতে পারবে। ’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত রমজান, পহেলা বৈশাখ, শবে কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার জন্য ৩৬ দিনের ছুটির উল্লেখ ছিল। তবে সরকার ঘোষিত নির্দেশনার পর সে ছুটি কমিয়ে ২২ দিন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।