খুলনা: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের স্প্রিং, সামার ও ফল-২০১৩ সেমিস্টারের শিক্ষার্থীদের বার কাউন্সিলের জটিলতা দূর হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টে র আপিল বিভাগে এ বিষয়ে রিটের শুনানি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ উপলক্ষে শুকরিয়া কামনা করে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে প্রশাসনিক ভবন মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. বজলার রহমান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. আবদুল্লা-হেল বাকী, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, আইন বিভাগের প্রধান রুমানা শারমিন বর্ষাসহ সহকারি প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুমীন নোমানী।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এমআরএম/এমএমজেড


