ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ই-জিপিতে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
ই-জিপিতে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি

ঢাকা: দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নবীন বিশ্ববিদ্যালয় হলেও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) এর যাত্রা শুরু করেছে।  

রোববার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে সাপ্লাই অব প্রিন্টেড বুকস অ্যাট বিডিইউ’ সংক্রান্ত কাজের অনুমোদন দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এ সময় উপাচার্য নূর বলেন, আমরা নবীন বিশ্ববিদ্যালয় হলেও এখন থেকেই ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে টেন্ডার কার্যক্রম পরিচালনা করবো। সরকারি ক্রয় প্রক্রিয়া সহজতর, দেশের যেকোনো জায়গা থেকে দরপত্র জমা দেওয়ার সুযোগ এবং সরকারি ক্রয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি এ পদ্ধতিতে প্রত্যাবর্তন করেছে।   

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিনসহ আইসিটি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।