ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক ড. জহিরুল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক ড. জহিরুল

ঢাকা: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফুলব্রাইট স্কলার প্রফেসর ড. এইচএম জহিরুল হক।

রোববার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাষ্ট্রপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে এ নিয়োগ দেন। অধ্যাপক ড. জহিরুল নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের আগে ২০২১ সালের জুন থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।  

প্রফেসর জহির ইতোপূর্বে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর এবং ২০১২-২০১৭ পর্যন্ত প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।  

প্রফেসর জহির ২০১৯ সালে বিজনেস অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স একাডেমি অব নর্থ আমেরিকা (বাসানা) থেকে ‘অ্যাওয়ার্ড অব লিডারশিপ এক্সিলেন্স’ গ্রহণ করেন। ইউক্রেনের খারকিভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্স থেকে ২০০১ সালে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে ইউক্রেনের চেরকাসি স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানে তিনি শিক্ষকতা পেশাও শুরু করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।