খুলনা: খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ফল-২০২২ সেমিস্টারের ভর্তি ফেয়ার শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবন-১ এ ফিতা কেটে এই ফেয়ারের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে ফেয়ারের উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. বজলার রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. গাজী আব্দুল্লা হেল বাকী, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, সহকারী রেজিস্ট্রার ড. শাহিদা খানম ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
এমআরএম/এএটি