ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

বরিশাল: শ্রদ্ধা ও ভালোবাসায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী।

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

বাংলা বিভাগের সভাপতি সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মানবতার কবি কাজী নজরুল ইসলামের বর্ণিল কর্মময় জীবন ও তাঁর রচিত সাহিত্যকর্মের নানান দিক নিয়ে আলোচনা করেন।

কবির জন্মদিন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে বাংলা বিভাগ। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও
কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ