ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বর্ণপদক পেলেন ইউল্যাবের শীর্ষ স্নাতকরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ২৯, ২০২২
স্বর্ণপদক পেলেন ইউল্যাবের শীর্ষ স্নাতকরা

ঢাকা: ইউল্যাবের শীর্ষ স্নাতকরা স্বর্ণপদক পেয়েছেন। উপাচার্য অধ্যাপক ইমরান রহমান তাদের হাতে এ পদক তুলে দেন।

২০২১ সালে ইউল্যাবের অনলাইন কনভোকেশনে তারা স্বর্ণপদকের জন্য মনোনীত হয়ে ছিলেন।

রোববার (২৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার (২৬ মে) তাদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়।

স্বর্নপদকপ্রাপ্ত শিক্ষার্থী হলেন- রাদিয়া আল রশিদ (বিএ ইন ইংলিশ), জ্যাকলিন পিউ বোস (এমএ ইন ইংলিশ), শামায়েল মর্তুজা (এমএ ইন ইংলিশ) এবং এস এ এম রায়হানুর রহমান (এমএ ইন ইংলিশ) ।

ইউল্যাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পদক বিতরণ অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব), ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক আরিফা গনি রহমান এবং পদকপ্রাপ্তদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৭ ঘণ্টা, মে ২৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ