ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাত্রারিক্ত নেশায় অজ্ঞান শিক্ষার্থী, পরিবারকে ইবির চিঠি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২৯, ২০২২
মাত্রারিক্ত নেশায় অজ্ঞান শিক্ষার্থী, পরিবারকে ইবির চিঠি ইবি শিক্ষার্থী আশিক কোরাইশি -ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া): মাত্রারিক্ত নেশা করে অজ্ঞান হয়ে পড়া শিক্ষার্থী আশিক কোরাইশির পরিবারের কাছে চিঠি পাঠিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

চিঠিতে মাদক সেবন থেকে বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি এ ঘটনার পুনরাবৃত্তি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ওই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে প্রশাসন। অভিযুক্ত আশিক ইবির মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

ইবি প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (২৯ মে) আশিকের মা তাহমিন চৌধুরীর কাছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে।

আশিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার জোকার্না গ্রামের মৃত সৈয়দ কায়েদুল হকের ছেলে।

চিঠিতে বলা হয়েছে, গত ২৫ মে আশিক কোরেশির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনার সন্তানকে মাদক সেবন থেকে বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আশিক কোরেশির বৈধ অভিভাবকের কাছে চিঠি পাঠিয়েছি। এছাড়া আশিককে আমরা একটি কারণ দর্শানোর নোটিশও দিয়েছি। ক্যাম্পাসে মাদকের আকার দিন দিন ভয়ংকর পর্যায়ে চলে যাচ্ছে। পরবর্তীতে অভিযোগ পেলে আমরা নিজেদের মতো করে ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, গত ২৫ মে রাতে বন্ধুদের সঙ্গে মিলে মাত্রাতিরিক্ত মাদক সেবনের ফলে জ্ঞান হারান আশিক কোরেশি। এক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র নিয়ে যায় সঙ্গীরা। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে কুষ্টিয়ায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ