ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যৌন নিপীড়ন প্রতিরোধে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
যৌন নিপীড়ন প্রতিরোধে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে

ইবি: ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটির সচেতনতামূলক প্রচার অভিযানের অংশ হিসেবে (২৯ মে) রাতে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, যৌন নিপীড়ন প্রতিরোধে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমভাবে দেখার এবং শ্রদ্ধার জন্য যে শিক্ষাটা দরকার তা প্রথমত পরিবার থেকেই আসে। এক্ষেত্রে পারিবারিক শিক্ষাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। '

অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বলেন, বড় জনগোষ্ঠীকে অবহেলায় রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা পালন করতে হবে।  

সভায় সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম ও ড. মুর্শিদ আলম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম ও মমতাজ আরা বেগম এবং অভিযোগ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ