ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ৩১, ২০২২
রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ২০ তলা একাডেমি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (২২) নামে এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (৩১ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগরের বাড়ি নেত্রকোনা জেলার আদপুর গ্রামে, বাবার নাম নজরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সাগর। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে আছে।

জানতে চাইলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ৩১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ