ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

খুবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, জুন ৫, ২০২২
খুবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কাজল মণ্ডল (২০) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাজল খুবির অর্থনীতি ডিসিপ্লিনের ২য় বর্ষের ছাত্র।

রোববার (৫ জুন) দুপুর ২টার দিকে হরিণটানা থানার একটি টিম বিশ্ববিদ্যালয়ের পূর্বপাশের খানজাহান নগর এলাকার রফিকুলের বাড়ির দোতলা থেকে ওই তরুণের মরদেহটি উদ্ধার করে।  

সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে কাজল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কেন আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি। কাজল যশোরের অভয়নগর উপজেলার প্রহলাদ মণ্ডলের ছেলে।
 
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধারের সময় তার সহপাঠীরা কেউ ছিল না। সবারই পরীক্ষা থাকায় তারা ক্যাম্পাসে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।