ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ৫, ২০২২
বশেফমুবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বশেফমুবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

জামালপুর: ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

রোববার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শুরু হয়ে গেট সংলগ্ন সড়ক, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কর্মসূচির অংশ হিসেবে সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।

শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খান মো. অলিয়ার রহমানসহ চয়টি বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্টরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ০৫, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ