ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘পৃথিবীকে বাসযোগ্য করা প্রতিটি নাগরিকের দায়িত্ব’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ৫, ২০২২
‘পৃথিবীকে বাসযোগ্য করা প্রতিটি নাগরিকের দায়িত্ব’

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেছেন, আমাদের পৃথিবী একটাই, এই পৃথিবীকে বসবাসের যোগ্য করে গড়ে তোলা প্রতিটি নাগরিকে দায়িত্ব।

রোববার (০৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে এক র‌্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার ও এস্টেট অফিস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু করে অপরাজেয় বাংলা, টিএসসি হয়ে কার্জন হলে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, এস্টেট ম্যানেজার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা র‌্যালিতে অংশ নেয়। ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হলে পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপণ কর্মসূচি, প্লাস্টিক বর্জনে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ ক্যাম্পাসে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। ক্যাম্পাসের প্রতিটি আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ সংরক্ষণে শ্রেণিকক্ষ ও আবাসিক হলসহ সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করার জন্য উপাচার্য শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে পৃথক  র‌্যালি বের করা হয় এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি’র উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ