ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
শাবিপ্রবিতে ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন ২ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, গত শুক্রবার ও শনিবার (৩ ও ৪ মার্চ) ঢাবির গ ও খ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম কাজ করছে। তারা সবকিছু সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।

প্রসঙ্গত, শুক্রবার (৩ জুন) এবং শনিবার (৪ জুন) বেলা ১১টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসে ঢাবির গ ও খ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে গ ইউনিটে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩০৮ জন অর্থাৎ ৯৭ শতাংশ। অনুপস্থিত ১১ জন অর্থাৎ ৩ শতাংশ। অন্যদিকে খ ইউনিটে  ৯৩৯ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৯০৯ জন, অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী।

এছাড়া আগামী শনিবার (১১ জুন) ঘ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ-ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ