ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২২
ববিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বরিশাল: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে।

শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঢাবির 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা।

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'ক' ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ২৭৬৩ জন। অনুপস্থিত ছিল ১৩১ জন।  

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।

ববিতে পরীক্ষার্থীর এক অভিভাবক বলেন, এভাবে সারাদেশে পরীক্ষা নেওয়াটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আগে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় যেতে হত, বিভিন্ন দুর্ভোগ পোহাতে হত। তাছাড়া অর্থের অপচয়ের হাত থেকেও বাঁচা গেল।

এবার ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭১০ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৬২ জন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ