ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
ঈদের ছুটি শেষ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

সিরাজগঞ্জ: ঈদ-উল-আযহার ছুটি শেষে শুরু হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের একাডেমিক কার্যক্রম।  

রোববার (১৭ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

 

ঈদের পর ক্লাস শুরুর প্রথম দিনে সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের ঈদোত্তর শুভেচ্ছা জনান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ক্যালেন্ডার অনুযায়ী ঈদ-উল-আযহা উপলক্ষে গত ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ছুটি ছিল। আজ (রোববার) সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।