ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিএসএমএমইউ ভিসির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, জুলাই ২২, ২০২২
বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিএসএমএমইউ ভিসির শ্রদ্ধা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।  
 শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

 
 
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধুর পরিবারসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  
 
এসময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে মন্তব্য বইতে লেখেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আমরাও দেশ এ অবস্থায় পেতাম না। বঙ্গবন্ধুর প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ শাহীন আলম প্রমুখ।
 
এর আগে এদিন সকাল ৯টায় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কাশিয়ানীর খয়েরহাটে মুন্সীবাড়িতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গোপালগঞ্জ শাখার নির্মাণাধীন শাখার জমি পরিদর্শন করেন এবং দিক নির্দেশনা দেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
আরকেআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।