ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা: ১ আগস্ট থেকে 'ডি' ইউনিটে আবেদন শুরু 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
ইবির ভর্তি পরীক্ষা: ১ আগস্ট থেকে 'ডি' ইউনিটে আবেদন শুরু 

ইবি: ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ব্যতিরেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন আগামী ১আগস্ট থেকে শুরু হচ্ছে। আগামী ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

রবিবার (২৪ জুলাই) ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu ac.bd) ভর্তির আবেদন করা যাবে। ১৩ আগস্ট আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২৭ আগস্ট ওই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

জানা যায়, অনুষদের তিনটি বিভাগে মোট আসন সংখ্যা ২৪০টি। তবে এ বছর থেকে মানবিক অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগটিও 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় যুক্ত করা হয়েছে। বিভাগটিতে ৮০টি আসন রয়েছে। সেক্ষেত্রে সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।