ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিরাপত্তা চেয়ে কর্তৃপক্ষের কাছে ৪ ববি শিক্ষার্থীর আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
নিরাপত্তা চেয়ে কর্তৃপক্ষের কাছে ৪ ববি শিক্ষার্থীর আবেদন

বরিশাল : নিরাপত্তা চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চার শিক্ষার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তাদের ভাষ্য, কয়েকজন ছাত্র ধারালো অস্ত্র নিয়ে তাদের খুঁজছেন।

নিরাপত্তা না থাকায় পড়ালেখার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে; এমনকি ক্যাম্পাসে অবস্থান করাও তাদের জন্য ভীতিকর।

আবেদনকারী শিক্ষার্থীরা হলেন- ববির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী, রসায়ন বিভাগের সাইমুন ইসলাম; বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন ও লোক প্রশাসন বিভাগের রাব্বি খান। প্রথম দুজন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, বাকি দুজন বিভাগীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শিক্ষার্থীরা বিভিন্ন তারিখ ও সময়ের কথা উল্লেখ করে বলেছেন, গত ২০ জুলাই থেকে বেশ কিছুদিন ধরে ক্লাস চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের গণিত বিভাগের মহিউদ্দিন আহমেদ সিফাতসহ বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের প্রত্যেককে আলাদাভাবে খুঁজতে থাকেন।

আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে তাদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে যাওয়া ও অবস্থান করা ভীতিকর হয়ে উঠেছে বলেও অভিযোগে জানান তারা।

এ বিষয় সম্পর্কে জানতে গেলে গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত দাবি করেন, ছাত্রলীগের বিরোধী শিবির তাকে হেয় করার জন্যই এমন মিথ্যে অভিযোগ দিয়েছে। কারণ, যারা অভিযোগ দিয়েছে তারা শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করছেন। তারা ক্লাস করছেন, পরীক্ষা দিচ্ছেন এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে।

কাউকে খোঁজার মতো কোনো ঘটনাও ঘটেনি বলে জানিয়ে সিফাত বলেন, ক্যাম্পাসের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি ভিন্ন দিকে পরিচালিত করতে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড.মো. খোরশেদ আলম বলেন, আমার কাছে যে আবেদনগুলো এসেছে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলা হবে। সেইসাথে ওই শিক্ষার্থীদেরও ডাকা হবে, তাদের কাছ থেকে সমস্যার ধরণগুলো শুনে আমাদের বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বা ক্ষমতার মধ্যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।