ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেটে ইউকে এডুকেশন এক্সপো শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, আগস্ট ১০, ২০২২
সিলেটে ইউকে এডুকেশন এক্সপো শনিবার

ঢাকা: সিলেটের দ্যা রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে এডুকেশন এক্সপো। এ এক্সপোর আয়োজন করেছে এডুকেশন কনসালটেশন সেন্টার এএইচজেড অ্যাসোসিয়েটস।

 

বুধবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউকে এডুকেশন এক্সপো আগামী ১৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউকেতে (লন্ডনে) উচ্চশিক্ষা নিতে আগ্রহী এমন শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটি উন্মুক্ত থাকবে এবং অনুষ্ঠানে বিভিন্ন প্রথম সারির ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শিক্ষার্থীরা আসন্ন সেশনের (২০২৩) জন্য স্কলারশিপসহ তাদের আবেদন জমা দেওয়ার সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা আইইএলটিএসের জন্য এএইচজেডের মাধ্যমে নিবন্ধন করতে পারবে এবং ১০০ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবে। এছাড়া সঠিক কোর্সের সঙ্গে সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে এবং দ্রুত অফার লেটার পেতে তাদের সহায়তা করবে এডুকেশন কনসালটেশন সেন্টার।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এইচএমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।