ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রাজাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, আগস্ট ২২, ২০২২
রাজাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও কলেজের গরিব ও মেধাবী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।  

সোমবার (২২ আগস্ট) কলেজ চত্বরে আয়োজিত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।



এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শিখা শিকদার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শ্যামল কৃষ্ণ বেপারী, জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক অসীম রঞ্জন শিকদার,  ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র প্রভাষক নীল কমল সানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক কে এম সোহরাব হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শুভেন্দু মণ্ডলসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের শরীরচর্চা শিক্ষক মো. মনির হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।