ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষার্থীকে রাস্তায় যৌন হয়রানির অভিযোগ 

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
রাবি শিক্ষার্থীকে রাস্তায় যৌন হয়রানির অভিযোগ 

রাবি: টিউশনিতে যাওয়ার সময় রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী।  

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর টিকাপাড়ার বাশার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওই ছাত্রী।  

লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার সকালে টিউশনিতে যাচ্ছিলেন তিনি। এসময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় তেমন কেউ ছিল না। হঠাৎ  সেখানে একজন পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরেন ও যৌন হয়রানি করেন। সে সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যান। অপরাধীর শাস্তি এবং নিজের নিরাপত্তা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রীকে যৌন হয়রানির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যেহেতু ক্যাম্পাসের বাইরে ঘটেছে এবং অভিযুক্তও চিহ্নিত নয়। তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।