ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন সিলেবাসে প্রশ্নপত্র, ৭ কলেজের পরীক্ষা স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
নতুন সিলেবাসে প্রশ্নপত্র, ৭ কলেজের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষায় নতুন সিলেবাসের আলোকে প্রশ্নপত্র তৈরি করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্ট্যাচার্য।

জানা গেছে, এদিন সকাল নয়টায় সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নের পরীক্ষা শুরু হয়। সেখানে দর্শন বিভাগের মানোন্নয়ন দেওয়া পরীক্ষার্থীদের নন মেজর কোর্স ইংরেজি প্রশ্ন নতুন সিলেবাসে করা হলে সমস্যা দেখা দেয়। পরে পরীক্ষা স্থগিত করা হয়।

জানতে চাইলে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টচার্য বাংলানিউজকে বলেন, নতুন-পুরাতন সিলেবাসের কারণে মানোন্নয়ন পরীক্ষার্থীদের সমস্যা হয়। এ কারণে পরীক্ষা স্থগিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে নতুন তারিখ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, সবার সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।