ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউনিভার্সাল টেস্টিং মেশিন পেল খুলনা বিশ্ববিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
ইউনিভার্সাল টেস্টিং মেশিন পেল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষের আর্থিক মঞ্জুরী সহায়তায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের জন্য একটি ইউনিভার্সাল টেস্টিং মেশিন (ইউটিএম) কেনা হয়েছে। এতে  খরচ হয়েছে অর্ধ কোটি টাকা।

মেশিনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে স্থাপন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মেশিনটির কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন। মেশিনটি দিয়ে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজে ব্যবহৃত রড, কনক্রিট, কাঠসহ মেটাল সামগ্রীর লোড টেস্টসহ গুণগতমান যাচাই করা যাবে। এর ফলে সময় ও অর্থ বাঁচবে। সেই সঙ্গে কাজের গুণগতমান নিশ্চিত করতে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয় ছাড়াও এ সংক্রান্ত বহিঃসংস্থার সেবা প্রদানে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট স্থাপত্য ডিসিপ্লিন সূত্রে জানা গেছে। এই নীতিমালা তৈরি ও অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা এখান থেকে সেবা নিতে পারবে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা,  নভেম্বর ৭, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।